অধ্যক্ষ

DR. SAYED REDOWANUR RAHMAN

DR. SAYED REDOWANUR RAHMAN

পদবী : Principal
পিতার নাম : Md. Osman Ali Dewan
ইমেইল : sayedredowan@gmail.com
রক্তের গ্রুপ : A+
জাতীয় পরিচয় নং : 3250711151
ঠিকানা : Middle Balubari, Dinajpur.
জন্মতারিখ : 1970-01-01
যোগদানের তারিখ : 2002-08-17
এমপিও তারিখ : 2015-08-12
প্রথম যোগদান : Lecturer

ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি দিনাজপুর শহরের মধ্যস্তিত একটি অনন্য ও ব্যতিক্রমধর্মী জ্ঞানচর্চার চরনক্ষেএ । জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে এ শিক্ষা প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষক নিরলস পরিশ্রম করে যাচ্ছে । ফলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাই অভূতপূর্ব অর্জন করছে । তারা জাতীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ও সন্মানজনক পদে অধিষ্টিত হচ্ছে । এ প্রতিষ্টানে উচ্চশিক্ষা অর্জনের জন্য ১৩ টি অনার্স কোর্স চালু রয়েছে । জ্ঞানর্জনকে পরিপূর্ণতা দানের জন্য রয়েছে সহপাঠ্যক্রমিক কার্যক্রম । যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটছে । বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাকে সর্বাধিক গুরুর্ত দিয়েছে । আপনারা জেনে খুশি হবেন যে, এই মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সন্মানিত সভাপতি জাতীয় সংসদের মাননীয় হুইব জনাব ইকবালুর রহিম এম,পি এর পরিকল্পনা, উদ্যোগ ও সহযোগিতায় এ প্রতিষ্টানের অবকাথামগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষা বিস্তারে প্রভূত উন্নতি সাধিত হচ্ছে । উল্লেখ্য যে, এ মহাবিদ্যালয়ের প্রতিষ্টালগ্নে মাননীয় হুইব মহোদয়ের পিতা মরহুম এম. আব্দুর রহিম প্রতিষ্টাতা সদস্য ছিলেন এবং তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী জনাব ইউসুফ আলী এ প্রতিষ্টানে বাংলার শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাঠদান করেছিলেন । এছাড়াও পূর্ব পাকিস্থানের প্রাদেশিক পরিষদের মাননীয় স্পীকার জনাব গমির উদ্দীন প্রধান এ প্রতিষ্টানের প্রথম গভর্নিংবডির সভাপতির দায়িত্ব পালন করেছেন । এমনিভাবে নানা গুণীজনের পদচারনায় মহাবিদ্যালয়টি বর্তমানে তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাপনায় উচ্চতর পর্যায়ে উন্নীত হয়েছে । ফলশ্রুতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্স র‍্যাংকিং- ২০১৬ এর ঘোষিত ফল অনুযায়ী রংপুর অঞ্চল ৭ম স্থান অধিকার করেছে । যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে জ্ঞান বিস্তারে এ মহাবিদ্যালয়টি আরও গতিশীল ও সমৃদ্ধি অর্জন করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য ।